Entertainment & Discussions > Cricket
বিপিএল ম্যাচের সময়ে বদল
(1/1)
Anuz:
বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বদলে যাচ্ছে ম্যাচ শুরুর সময়। দুপুরের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে ১ ঘণ্টা, সন্ধ্যার ম্যাচ এগিয়েছে সোয়া ১ ঘণ্টা।
দিনের প্রথম ম্যাচটি এখন থেকে শুরু হবে দুপুর ১টায়। আর পরের ম্যাচ শুরু বিকেল পৌনে ছয়টায়।
একই ভাবে বদলে গেছে শুক্রবারে ম্যাচ শুরুর সময়ও। শুক্রবারেও দুপুরের ম্যাচ ১ ঘণ্টা এগিয়ে শুরু হবে দেড়টায়। পরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়।
মূলত সন্ধ্যার ম্যাচে রাতের শিশিরের প্রবল প্রভাব আর টস খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠাতেই ম্যাচের সময় এগিয়ে আনা হলো।
বৃহস্পিতবার চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
naser.te:
Thank u.
maisalim2008:
Valo hoise aita howate!
Navigation
[0] Message Index
Go to full version