নোবেল পুরস্কার নিতে যাবেন না ডিলান

Author Topic: নোবেল পুরস্কার নিতে যাবেন না ডিলান  (Read 880 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
নোবেল পুরস্কার নিয়ে নতুন নাটকীয়তার জন্ম দিলেন বব ডিলান। এবার সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা শুনে আমেরিকান এই গীতিকবির নীরবতায় প্রত‌্যাখ‌্যানের গুঞ্জন ডালপালা মেলছিল।
১৪ দিন পর গত ২৯ অক্টোবর তিনি নোবেল কমিটিকে টেলিফোন করে পুরস্কার গ্রহণের কথা জানালে সেই গুঞ্জনের অবসান ঘটে।
কিন্তু এখন তিনি ‌রয়‌্যাল সুইডিশ একাডেমিতে চিঠি পাঠিয়ে পুরস্কার নিতে অসামর্থ‌্যের কথা জানিয়েছেন বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
‘ব‌্যক্তিগত’ ওই চিঠিতে তিনি আগামী মাসে সুইডেন না যাওয়ার কারণ হিসেবে ‘পূর্ব প্রতিশ্রুত একটি অনুষ্ঠানের’ কথা উল্লেখ করেছেন বলে নোবেল কমিটি জানিয়েছে।
তবে তিনি পুরস্কার প্রত‌্যাখ‌্যান করছেন না বলে নোবেল কমিটিকে আশ্বস্ত করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, এই পুরস্কারের জন‌্য মনোনীত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি ব‌্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করবেন।
হাতে হাতে পুরস্কার নিতে অসামর্থ‌্যের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে হ‌্যারল্ড পিন্টার ও ডোরিস লেসিং পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হননি।
‘আমেরিকার সংগীত ঐতিহ‌্যে নতুন কাব‌্যিক মূর্চ্ছনা সৃষ্টির’ জন‌্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তিকে এবার সাহিত‌্যে পুরস্কারের জন‌্য বেছে নেয় নোবেল কমিটি।
এক্ষেত্রে প্রথার বিপরীতে হেঁটেছে এবার নোবেল কমিটি, যা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University

Offline saikat07

  • Hero Member
  • *****
  • Posts: 630
  • Test
    • View Profile
    • My Web Address
Senior Lecturer,
Department Of Electrical and Electronic Engineering
Faculty of Engineering,
Daffodil International University.