জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প হয়েছে, কয়েকটি স্থানে সাড়ে চার ফুট উচ্চতার সুমানির খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ফুকুশিমা, মিয়াগি, চিবা, আমোরি, আওতে, ইবারাকি প্রদেশ এই ভূমিকম্পে কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তর ৭.৪ মাত্রার কথা বলেছে।
শক্তিশালী ওই ভূমিকাম্পের পরের চার ঘণ্টায় ৪.৪ থেকে ৫.৪ মাত্রার অন্তত ১০টি পরাঘাত রেকর্ড করেছে ইউএসজিএস।
শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে সেন্দায় অঞ্চলে ১ দশমিক ৪ মিটার উচ্চতার (সাড়ে ৪ ফুট) সুনামি রেকর্ড করা হয় বলে খবর দিয়েছে জাপান টাইমস। দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যোগাযোগ।
তবে ভূমিকম্প ও সুনামিতে হতাহতের কোনো খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাড়ে পাঁচ বছর আগে এই ফুকুশিমাতেই ৯.১ মাত্রার ভূমিকম্পের পর প্রলঙ্করী সুনামিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে।
২০১১ সালের ওই ভূমিকম্প ও সুনামিতে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়।
গত এপ্রিলে ৬ দশমিক ৫ ও ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন লাখ বাসিন্দার কুমামতো প্রদেশ। ওই দুই দফাভূমিকম্পে ৪৯ জন নিহত হন।