বিখ্যাত সব হেরেম

Author Topic: বিখ্যাত সব হেরেম  (Read 1610 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 184
  • Test
    • View Profile
বিখ্যাত সব হেরেম
« on: November 19, 2016, 05:38:15 PM »
ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হেরেম অটোমান সুলতানের ‘দ্য গ্রান্ড সেরাগলিও’। অটোমান সুলতানের ছিল অনেক স্ত্রী। উপপত্নীর সংখ্যাও কম ছিল না। প্রত্যেকের থাকার ব্যবস্থা ছিল এই হেরেমে। সেখানে থাকতেন সুলতানের মা, মেয়ে এবং পরিবারের অন্য সদস্যরাও। তাদের জন্য থাকত সুসজ্জিত পাহারাদার। পুরুষ সদস্যরা পাহারায় থাকত হেরেমের বাইরে। শোবার ঘরে প্রবেশের অনুমতি ছিল না। অন্দর মহলে পাহারায় থাকত মেয়েরা। হেরেমে সুলতানের জন্য নির্দিষ্ট বিশাল একটা অংশে প্রায় চারশোর মতো ঘর ছিল। ৬০০ থেকে ৮০০ পাহারাদার ছিল এই প্রাসাদে। হেরেমের সর্বোচ্চ পদটি ছিল রানী মাতার। রানীমাতা হতেন সুলতানের মা। সুলতানের বাবার কোনো উপপত্নীও হতে পারতেন রানীমাতা। হেরেমের সর্বময় ক্ষমতার অধিকারী হতেন তিনি। তার বিনা অনুমতিতে কেউ হেরেমের ভিতরে প্রবেশ করতে পারত না। রানীমাতার পরে দ্বিতীয় পদটি ছিল সুলতানের স্ত্রীর। তারপর উপত্রা।

 ইসমাইল ইবনে শরিফ এমন একজন পিতা যিনি সবচেয়ে বেশি সন্তান জন্ম দেয়ার রেকর্ড অর্জন করেন। তার সন্তান সংখ্যা ৮৬৭।

ইসমাইল ইবনে শরিফ :

ইসমাইল ইবনে শরিফ এমন একজন পিতা যিনি সবচেয়ে বেশি সন্তান জন্ম দেয়ার রেকর্ড অর্জন করেন। তার সন্তান সংখ্যা ৮৬৭। যার মধ্যে ৫২৫ জন পুত্র এবং ৩৪২ জন কন্যা। তার প্রাসাদটিও ছিল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হেরেমের একটি। পাঁচশোরও বেশি উপপত্নী থাকার মতো ব্যবস্থা ছিল এই হেরেমে। ইসমাইল ইবনে শরিফ ছিলেন মরক্কোর অ্যালুতি ডাইনেস্টির দ্বিতীয় সুলতান। তার জন্ম হয়েছিল সম্ভবত ১৬৩৪ মতান্তরে ১৬৪৫ সালে। রাজত্বকাল ছিল ১৬৭২ থেকে ১৭২৭ সাল পর্যন্ত। সৎভাই আল-রশীদ ঘোড়া থেকে পড়ে মারা যাওযার পর রাজ ক্ষমতায় আসীন হন ইসমাইল।

বেনারসের কিং তাম্বা :

খ্রিস্টপূর্ব ৬ শতকে ভারতের বানারসের রাজা ছিলেন কিং তাম্বা। কিং তাম্বার প্রাসাদে ছিল ইতিহাসের আর এক উল্লেখযোগ্য অন্দরমহল। সেখানে থাকতেন ১৬ হাজার সঙ্গী এবং তাদের পরিচালনা করতেন প্রধান রানী সুসোন্দি। অসংখ্য প্রাচীন বৌদ্ধগ্রন্থে এর বর্নণা পাওয়া যায়।

সুলতান গিয়াসউদ্দিন :

১৫ শতকের রাজা সুলতান গিয়াস উদ্দিনের হেরেমে মহল ছিল ১৫ হাজার। সব মহলকে একটি প্রাচীর ঘেরা নগরে পরিণত করা হয়েছিল। জাহাননগর এখনও মধ্য ভারতের মান্ডুর একটা প্রধান আকর্ষণ। এর নকশা ছিল একটি জাহাজের মতো।

কিং মঙ্কুত অব সিয়াম :

১৮০০ সালের দিকে সিয়ামের রাজা মঙ্কুত ৯ হাজার নারীর জন্য একটি হেরেম তৈরি করেন। সেখানে ছিল বিনোদনের নানা ব্যবস্থা এবং ছিল একটি থিয়েটার হল। ১৯ শতকের এই শাসক তার আÍজীবনী প্রকাশ করেন ‘আন্না অ্যান্ড দ্য কিং অব সিয়াম’ নামে।

ধারণা করা হয় তার হেরেমে দুই থেকে তিন হাজার নারী ছিলেন। ১৭ শতকের গোড়ার দিকে ভারতের মোঘল শাসক সম্রাট জাহাঙ্গীরের হেরেমে থাকতেন এক হাজারেরও বেশি সুন্দরী মহিলা।

চেঙ্গিস খান :

সর্বকালের সেরা দুর্ধর্ষ যোদ্ধা চেঙ্গিস খান। একদিকে ছিলেন পৃথিবীর সেরা যোদ্ধা, অপরদিকে ছিলেন উদার প্রেমিক। চেঙ্গিস খানের ছিল ৬ জন মঙ্গোলীয় স্ত্রী। যার প্রথম জনের নাম ছিল বর্তি। তিনি ছিলেন অনজিরাত আদিবাসীর কন্যা। মাত্র ৯ বছর বয়সে চেঙ্গিস খানের সাথে তার বিয়ে হয়। তারপর চেঙ্গিস খান তার প্রাসাদে নির্মাণ করেন বিশাল এক হেরেম। যেখানে তিনি একে একে অনেক বিদেশি রাজকন্যা বিয়ে করে আনেন। বর্তিকে তিনি রেখেছিলেন তার একমাত্র সম্রাজ্ঞী হিসেবে। ধারণা করা হয় তার হেরেমে দুই থেকে তিন হাজার নারী ছিলেন। ১৭ শতকের গোড়ার দিকে ভারতের মোঘল শাসক সম্রাট জাহাঙ্গীরের হেরেমে থাকতেন এক হাজারেরও বেশি সুন্দরী মহিলা।

সম্রাট অশোকা :

ভারতের মোরিয়ান ডাইনেস্টির এক বিরাট সম্রাট ছিলেন অশোকা। তার হেরেমে থাকত প্রায় ৫০০ সুন্দরী যুবতী। ঐতিহাসিক উপেন্দার সিং তার বিখ্যাত বই ‘এ হিস্টরি অব অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভেল ইন্ডিয়া’য় উল্লেখ করেছেন, একবার কয়েকজন মহিলা সম্রাট অশোকাকে অপমান করেন। সম্রাট তার এই অপমানের প্রতিশোধ নিতে সবাইকে একসঙ্গে আগুনে পুড়িয়ে মারেন।

মন্তিজুমা ২ :

মেক্সিকোর আস্তেক শাসক ছিলেন মন্তিজুমা ২, যার হেরেমে থাকতেন চার হাজার উপপত্নী। আস্তেকের উচ্চপদস্থ প্রত্যেক সদস্যেরও একাধিক উপপত্নী গ্রহণের সুযোগ ছিল। এটা নির্ভর করত পদমর্যাদার উপর। যার পদমর্যাদা যত বেশি তিনি তত বেশি উপপত্নী গ্রহণের সুযোগ পেতেন।

আমিনোফিস৩ :

প্রাচীন মিশরের সম্রাট ছিলেন আমিনোফিস ৩। তিনি ছিলেন সম্রাট আকেনহোতেনেরও পিতা। তার ছিল বিশাল এক হেরেম। এই হেরেম তিনি শুরু করেন তার স্ত্রী তাইকে দিয়ে। আস্তে আস্তে এই হেরেমে নিয়ে আসেন সিরিয়ার দুইজন রাজকুমারী। তারপর আনেন বেবিলনের দুই রাজকুমারীকে। একজন আরজুয়া রানীকে আনেন এবং মিতানী থেকে আনেন দুজনকে, যাদের মধ্যে একজন আবার সঙ্গে করে এনেছিলেন ৩১৭ তরুণী।

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
Re: বিখ্যাত সব হেরেম
« Reply #1 on: November 19, 2016, 05:41:21 PM »
Informative..........
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University