Faculty of Engineering > Textile Engineering

আইভরি কোস্টের ১৩% তুলা রফতানি কমেছে

(1/1)

smriti.te:
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর আইভরি কোস্ট থেকে  ৩ লাখ ২৩ হাজার ৮১৬ টন তুলা রফতানি হয়েছে। ২০১৫ সালের একই সময়ের চেয়ে তা প্রায় ১৩ শতাংশ কম। খবর রয়টার্স।

২০০২-০৩ এর আগে আইভরি কোস্টে বার্ষিক তুলা উত্পাদনের পরিমাণ ছিল চার লাখ টন। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় এক দশক দেশটিতে পণ্যটির উত্পাদন ব্যাহত হয়।তবে সাম্প্রতিক সময়ে তুলার বাজারদর আকর্ষণীয় হওয়ায় কৃষকরা আবারো তুলা আবাদে ফিরছেন।

চলতি বছর আইভরি কোস্টে তুলা উত্পাদন বাড়তে পারে। আইভরি কোস্টের আবিদজান বন্দর দিয়ে প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোয় তুলা রফতানি হয়ে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বরে আবিদজান বন্দর দিয়ে ২ হাজার ৩০৯ টন তুলা রফতানি হয়। গত বছরের একই সময় এর পরিমাণ ছিল ১২ হাজার ৭৪১ টন।

fahmidasiddiqa:
bad news for our market

naser.te:
Amader ki obostha?

maisalim2008:
How we can be benifited?

Navigation

[0] Message Index

Go to full version