Science & Information Technology > Latest Technology
আসছে নতুন আইপ্যাড
(1/1)
Karim Sarker(Sohel):
আগামী বছরের শুরুতে তিনটি নতুন মডেলের আইপ্যাড বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান বারক্লেইসের বিশ্লেষকেদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার।
বিশ্লেষকেরা বলেন, আগামী বছরের মার্চ মাসে নতুন আইপ্যাড বাজারে আসতে পারে। তিনটি মডেলের মধ্যে দুটি মডেল হবে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের হালনাগাদ সংস্করণ এবং একটি হবে সম্পূর্ণ নতুন মডেল।
বাজার বিশ্লেষকেদের মতে, নতুন আইপ্যাড হিসেবে ১০ দশমিক ৯ ইঞ্চি মাপের একটি নতুন মডেল আনতে পারে অ্যাপল। এ ছাড়া ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো থেকে ‘প্রো’ কথাটি বাদ দিয়ে একটি মডেল আসতে পারে। এ মডেলের দাম এবার কিছু কমাতে পারে অ্যাপল। আইপ্যাড মিনির পাশাপাশি নতুন এই আইপ্যাড বিক্রি হবে।
১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো মডেলটির একটি হালনাগাদ সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ১০ দশমিক ৯ ইঞ্চি মডেলের আইপ্যাডে ডিসপ্লে প্যানেল ভবিষ্যতের আইফোনের ডিসপ্লে সম্পর্কে ধারণা দিতে পারে। অবশ্য এ বিষয়ে অ্যাপল কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে অ্যাপলের কাছে ডিসপ্লে সরবরাহকারী শার্পের প্রেসিডেন্ট টাই জেং-ইয়ু বলেছেন, আইফোনে ওএলইডি প্যানেল ব্যবহৃত হবে।
Collected---
Karim Sarker(Sohel):
ছবিতে দেখুন
smriti.te:
Thanks...
Navigation
[0] Message Index
Go to full version