Writing is a very good habit - it sorts out errors in our thought.

Author Topic: Writing is a very good habit - it sorts out errors in our thought.  (Read 921 times)

Offline Reza.

  • Hero Member
  • *****
  • Posts: 795
  • My thoughts are trying to find a way.
    • View Profile
কথা বলার সময় আমরা যতবার কথা বলার বিষয়টা নিয়ে চিন্তা করি - তার থেকে লেখার সময় ওই একই বিষয় নিয়ে আরো বেশী বার চিন্তা করি। 
যখন আমরা লিখি তার আগে একবার - কি লিখবো তা চিন্তা করে দেখি।
এর পর যখন লিখতে থাকি তখনো আমরা যা লিখতেছি তা চিন্তা করি।
এর পর লেখা শেষ হলে আরেকবার তা পড়ে দেখি। পড়ার সময় ওই একই জিনিস আবার চিন্তা করি।
তাই লিখে ফেললে অনেক জিনিসই পরিস্কার ভাবে বোঝা যায়।

কোন বিষয় নিয়ে অমুলক ভয় লাগলে - তা লিখে ফেলুন। দেখবেন ভয়ের ব্যাপারটা কত হাস্যকর বা তা যে অমুলক তা বোঝা যাচ্ছে।
কাওকে পছন্দ করেন না? লিখে ফেলুন তাকে পছন্দ না করার কারণ গুলো। বেশীর ভাগ ক্ষেত্রেই কারণ গুলোর কোন ভিত্তি পাবেন না।
কাওকে দেখলে বিরক্ত লাগে? লিখতে চেষ্টা করুন কারণ গুলো। বুঝবেন কত অকারনে আমরা অনেক মানুষকে এড়িয়ে চলি।

আমাদের লেখা আমাদেরকে কল্পনার জগত থেকে বাস্তবে নিয়ে আসে। লিখতে হলে বেশী মনোযোগ দিতে হয়। তাই আমাদের চিন্তা চেতনার ভুল গুলো খুব সহজেই আমরা বুঝতে পারি।   
Modify message
Assistant Professor,
Department of Textile Engineering.
Permanent Campus.
Email: reza.te@daffodilvarsity.edu.bd
Mobile No. 01847140128