Entertainment & Discussions > Football

পরিসংখ্যানে বার্সা-রিয়াল দ্বৈরথ

(1/1)

Anuz:
চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম সফল দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগামী শনিবার কাম্প নউয়ে হতে যাওয়া ‘ক্লাসিকো’ বরাবরের মতোই রোমাঞ্চকর এক লড়াইয়ের সম্ভাবনা জাগাচ্ছে। লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে উত্তেজনা ছড়ানো লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে জিনেদিন জিদানের দল।
রোমাঞ্চ ছড়ানো এই লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক ক্লাসিকোর কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান:

ক্লাসিকোর তথ্য-উপাত্ত

* ২০০২ সালের নভেম্বরের পর থেকে কোনো ক্লাসিকো ম্যাচ গোলশূন্য ড্র হয়নি।

* ক্লাসিকোয় ২-১ ফল বেশি দেখা যায়। ২৩২ ম্যাচে ৪৩ বার এই ফল হয়েছে।

* এই ম্যাচে জিতলে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠে ৫০তম জয় হবে বার্সেলোনার।

* লিগে কাম্প নউয়ে ৮৬ ম্যাচে মাত্র ২০ বার জিতেছে মাদ্রিদের দলটি।

* রিয়ালের বিপক্ষে শেষ ২১ ম্যাচের প্রতিটিতে গোল করেছে বার্সেলোনা। ক্লাসিকোর ইতিহাসে যে কোনো দলের বিবেচনাতেই এটা টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড।

* ১৯৬৫ সালে মিগেল মুনোসের পর প্রথম রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে বার্সেলোনার বিপক্ষে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জেতার হাতছানি জিনেদিন জিদানের সামনে।

* বার্সেলোনার বিপক্ষে শেষ ২৬ ম্যাচে রিয়ালের খেলোয়াড়েরা ১১টি লাল কার্ড পেয়েছে। তার মধ্যে চারটিই দেখেছেন সের্হিও রামোস।

smriti.te:
Nice information . . ..

maisalim2008:
Ki ase jai!

Navigation

[0] Message Index

Go to full version