Entertainment & Discussions > Football
ব্রাজিলের ফুটবলারসহ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭১
(1/1)
Anuz:
কলম্বিয়ার মেদেইনে ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের বাইরে কেরো গর্দো পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বলিভিয়ার চার্টার এয়ারলাইনস লামিয়ায় এলএমআই ২৯৩৩ ফ্লাইটে ৬৮ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে কেবল ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশ্য প্রাথমিক খবরে ওই ফ্লাইটে মোট ৮১ জন আরোহী থাকার খবর দিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো; বলা হচ্ছিল, তাদের মধ্যে কেবল পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে। ভাড়া করা ওই উড়োজাহাজে ব্রাজিলের শাপেকোইনস ফুটবল দলের খোলোয়াড়রা ছিলেন। সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনালে কলম্বিয়ার দল আতলেতিকো নেশিওনালের সঙ্গে খেলতে মেদেলিনে যাচ্ছিলেন তারা। ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য একদল সাংবাদিকও ছিলেন তাদের সঙ্গে। সাউথ আমেরিকান ক্লাব ফুটবলের এই দ্বিতীয় প্রধান প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ দুর্ঘটনার পর স্থগিত করা হয়েছে।
maisalim2008:
Very very sad news!
Navigation
[0] Message Index
Go to full version