Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

Large cracks in the world!

(1/2) > >>

rumman:



পূর্ব ইন্দোনেশিয়ার কাছে পৃথিবীর মস্ত ‘ত্রুটি’ খুঁজে পেয়েছেন ভূতাত্ত্বিকরা। সাত কিলোমিটার গভীর একটা ফাটল! তাঁরা এ চ্যুতিকে বলছেন ‘বান্দা ডিটাচমেন্ট ফল্ট’। কিভাবে এ ফাটল তৈরি হলো, তা জানতে মরিয়া হয়ে তাঁরা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তাঁরা এটা নিশ্চিত হতে পেরেছেন যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিচ্যুতি।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এই ভূতাত্ত্বিকদলের প্রধান গবেষক হিসেবে আছেন জনাথন পওনাল। তিনি জানান, ভবিষ্যতে পূর্ব ইন্দোনেশিয়ার এ অঞ্চল থেকে সুনামি বা ভূমিকম্প কতটা ভায়াবহ রূপ নিতে পারে, এই আবিষ্কার থেকে এর একটা আঁচ পেতে পারেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগর অববাহিকার এ অঞ্চলটি ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়ে। অর্থাৎ, ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের জন্য বিপজ্জনক অঞ্চল।

জানাথনের দাবি, ৯০ বছর আগের এ ফাটলের অস্তিত্ব জানা গেলেও তা কতটুকু গভীর, তা এত দিন সবার অজানা ছিল। তাঁরাই প্রথম এর গভীরতা জানতে সক্ষম হয়েছেন। জনাথনের দাবি অনুযায়ী, বান্দা সমুদ্রের সাত কিলোমিটার গভীর পর্যন্ত নেমে গেছে এই ফাটল।
 সূত্র : এই সময়।

Faizul Haque:
 ???

smriti.te:
 :o

shalauddin.ns:
Very scary.

Tanvir Ahmed Chowdhury:
 :'(

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version