Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

চাঁদেরও কাছে উজ্জ্বল গ্রহাণু

(1/1)

rumman:



চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। আরো বেশি ঝকঝকে।
আবার চাঁদের চেয়েও অনেক অনেক বেশি কাছে রয়েছে আমাদের। তার নাম ‘২০১৫-টিসি২৫’। এটি আদতে একটি গ্রহাণু (অ্যাস্টারয়েড)। কিন্তু এত ছোট আর এত উজ্জ্বল গ্রহাণুর হদিস এই ব্রহ্মাণ্ডে এর আগে মেলেনি।

গ্রহাণুটির ব্যাস মাত্র ছয় ফুট! মানে একজন লম্বা মানুষের উচ্চতার সমান। এর আবিষ্কারের খবরটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘দি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে’র ডিসেম্বর সংখ্যায়। গবেষকরা জানান, এটি রয়েছে আমাদের পৃথিবী থেকে মাত্র ৮০ হাজার মাইল দূরে। তার মানে, পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব, এর তিন ভাগের এক ভাগ দূরে রয়েছে এই গ্রহাণুটি। এর আগে পৃথিবীর এত কাছে কোনো গ্রহাণুর হদিস মেলেনি। এখন পর্যন্ত যে ১৫ হাজার ‘নিয়ার আর্থ অবজেক্টে’র হদিস মিলেছে, এর মধ্যে এটি সবচেয়ে ছোট। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো এখন পর্যন্ত আবিষ্কৃত গ্রহাণুর মধ্যে এটি উজ্জ্বলতম। এটি চাঁদের চেয়েও পাঁচ গুণ উজ্জ্বল। চাঁদ যেখানে মাত্র ১২ শতাংশ সূর্যালোক প্রতিফলিত করতে পারে, সেখানে এই গ্রহাণুটি সূর্যের ৬০ শতাংশ আলো প্রতিফলিত করতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Source: কালের কণ্ঠ ৬ ডিসেম্বর, ২০১৬

Faizul Haque:
Nice info.

shalauddin.ns:
Astrophysics is working well on these facts.

Tanvir Ahmed Chowdhury:
interesting info....

shafayet:
:O

Navigation

[0] Message Index

Go to full version