Health Tips > Mouth
সুন্দর ত্বক পেতে ব্যবহার করুন অ্যালোভেরা
(1/1)
taslima:
ত্বকের যত্নে অ্যালোভেরা -
জেনে নিন অ্যালোভেরার রসকে নাইট ক্রিম হিসেবে ব্যবহারের পদ্ধতিটি।
– প্রথমে ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
– এরপর একটি তাজা অ্যালোভেরা alo vera পাতার উপরের সবুজ অংশ ছুরি দিয়ে চেঁছে ফেলুন। এবার চামচ দিয়ে ধীরে ধীরে চেঁছে রস সংগ্রহ করে নিন।
– এবার তাজা রসটি একটি তুলার সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন।
– অ্যালোভেরার রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারবেন। সারারাত অ্যালোভেরার রস
– ত্বকের নানান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।
– সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেললে দেখবেন ত্বক কোমল ও উজ্জ্বল হয়ে আছে।
– এভাবে প্রতিদিন ব্যবহারে বেশ দ্রুত ফলাফল পাবেন।
Navigation
[0] Message Index
Go to full version