Religion & Belief (Alor Pothay) > Islam
একটি ভুল মাসআলা : স্বামী কি মৃত স্ত্রীকে দেখতে পারবে না?
(1/1)
A-Rahman Dhaly:
কারো কারো ধারণা, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। তেমনি কেউ কেউ মনে করে, স্ত্রীর জন্যও তার মৃত স্বামীর চেহারা দেখা জায়েয নেই। তাদের এ ধারণা ভুল। মৃত স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পারবে, তেমনি স্ত্রিও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে।
মাসিক আলকাউসার
জুমাদাল আখিরাহ ১৪৩৭ . মার্চ ২০১৬
পুরোনো সংখ্যা . বর্ষ: ১২ . সংখ্যা: ০৩
omarsharif:
জাজাকাল্লাহ।
Navigation
[0] Message Index
Go to full version