Religion & Belief (Alor Pothay) > Islam
একটি ভুল মাসআলা : মহিলাদের জবাইকৃত পশু কি হালাল নয়?
(1/1)
A-Rahman Dhaly:
সাধারণত পুরুষরাই হাঁস মুরগি ইত্যাদি জবাই করে থাকেন। মহিলাদের জবাই করার তেমন প্রয়োজন হয় না। ফলে কোনো কোনো মানুষ মনে করেন, কোনো মহিলা মুরগি বা কোনো পশু জবাই করলে তা খাওয়া হালাল নয়। তাদের এই ধারণা ঠিক নয়। পুরুষের জবাইকৃত পশু যেমন হালাল তেমনি মহিলার জবাইকৃত পশুও হালাল।
বাড়িতে পুরুষ মানুষ না থাকলে অনেক সময়ই মহিলাদের হাঁস-মুরগি জবাই করতে হয়। এতে কোনো অসুবিধা নেই।
মাসিক আলকাউসার
রবিউস সানি ১৪৩৫ . ফেব্রুয়ারি ২০১৪
পুরোনো সংখ্যা . বর্ষ: ১০ . সংখ্যা: ০২
Mahiuddin Ahmed:
Thanks for sharing.... :)
Navigation
[0] Message Index
Go to full version