Religion & Belief (Alor Pothay) > Islam
একটি কুসংস্কার : গর্ভাবস্থায় আগের সন্তানের খৎনা করানো যাবে না
(1/1)
A-Rahman Dhaly:
কোনো কোনো এলাকার মানুষ মনে করে, মা যদি গর্ভাবস্থায় থাকেন তাহলে তার আগের সন্তানের খৎনা করানো যাবে না। করলে গর্ভের সন্তানের ক্ষতি হবে। এটি একটি কুসংস্কার মাত্র। এগুলো বিশ্বাস করা যাবে না।
কোনো কোনো মানুষ তো এও মনে করে যে, চন্দ্র ও সূর্যগ্রহণের সময়ও গর্ভবতী নারী কিছু কাটাকাটি করলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। এ সবই কুসংস্কার।
মাসিক আলকাউসার
রবিউল আউয়াল ১৪৩৮ . ডিসেম্বর ২০১৬
চলতি সংখ্যা . বর্ষ: ১২ . সংখ্যা: ১১
Navigation
[0] Message Index
Go to full version