IT Help Desk > ICT

অপেরার নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’ চালু

(1/1)

faruque:
অপেরার নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’ চালু



অপেরা পরীক্ষামূলকভাবে তাদের নিজেদের নতুন ব্রাউজার ‘অপেরা নিওন’ চালু করেছে। ম্যাক আর উইন্ডোজে নতুন এই ব্রাউজার ব্যবহার করা যাবে। নতুন এই ব্রাউজারে নেই কোনো টাস্ক বার, সেই সঙ্গে নেই হোম বারও। তবে নির্মাতারা ইউআরএল বার ঠিক রেখেছেন বলে জানা গেছে। 

‘অপেরা নিওন’ এ ট্যাবের বদলে ডানদিকে গোল বাবল থাকছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবে আর সেই সঙ্গে নতুন ট্যাবকে পেইজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে। বামদিকে সাইডবারে থাকছে অডিও আর ভিডিও-এর প্লেব্যাক কনট্রোলের ফিচারগুলো থাকবে । একই সাইডবারে রয়েছে স্ক্রিনশটিং টুল আর সদ্য ডাউনলোডিংয়ের অপশন।

তবে অপেরা দাবী করেছে , এটি ‘ধারণাভিত্তিক’ এক ব্রাউজার আর তাই এটি মূল অপেরা ব্রাউজারের প্রতিস্থাপক নয় কখনও। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দেওয়া এক ঘোষণায় এই ব্রাউজারে আরও কিছু নতুন ফিচার যোগের কথাও তুলে ধরেছে।
 


বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2017/01/16/200463#sthash.xoN96CVn.dpuf

Navigation

[0] Message Index

Go to full version