Faculties and Departments > Business & Entrepreneurship

ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নের একক বাজার থেকে বেরিয়ে আসবে

(1/1)

S. M. Ashraful Alam:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, যুক্তরাজ্যে 'কোনভাবেই' ইউরোপিয় ইউনিয়নের একক বাজারে থাকতে পারে না, কারণ এর অর্থ হবে "ইইউ থেকে একদমই বেরিয়ে না যাওয়া"।
তবে তিনি প্রতিশ্রুতি দেন যে ইউরোপিয় দেশগুলোর সাথে 'যতটা সম্ভব মুক্ত বাণিজ্যের' চুক্তি করা হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথেও নতুন করে বাণিজ্য চুক্তি করা হবে।
একইসাথে যুক্তরাজ্য এবং ইউরোপিয় ইউনিয়নের মধ্যে সর্বশেষ যে চুক্তিটি হবে তার ওপর সংসদ ভোটদান করবে বলেও জানান টেরিজা মে।
তবে বিরোধী লেবার পার্টি বলছে, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় "বড় ধরণের বিপদ" রয়েছে।
মিসেস মে তার বহু প্রতীক্ষিত বক্তব্যে ব্রেক্সিট দেনদরবারে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিবেচনাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, একক বাজারে থাকার অর্থ হবে ইইউ-এর নিয়মকানুন মেনে নেয়া, অথচ সেই আইন তৈরিতে ব্রিটেনের কোন ভূমিকাই থাকবে না।
তবে তিনি বলেন, ইইউ-এর সাথে তিনি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চান এবং তিনি আশাবাদী যে দুই পক্ষের স্বার্থ বিবেচনা করেই চুক্তিতে পৌছানো যাবে।
ব্রিটেন নিজেদের অভিবাসন নীতি তৈরির ক্ষমতা নিজেদের হাতেই পুনরায় নেবে বলে মন্তব্য করেন তিনি।
টেরিজা মে বলেন, যদিও ইইউ-কে আর বড় অংকের অর্থ দেবে না ব্রিটেন, তবে ব্রিটেন যেসব প্রকল্পের অংশ হতে চায় সেখানে তারা অংশ নেবে।
source:BBC Bangla

Navigation

[0] Message Index

Go to full version