Faculties and Departments > Business Administration

বাংলাদেশে নিউটন তৈরী হয়না।

(1/2) > >>

Nurul Mohammad Zayed:
বাংলাদেশে নিউটন তৈরী হয়না। কারণ, এখানে
গোল্ডেন A+ ছাড়া কেউ আপনাকে ছাত্র বলেই গন্য
করবেনা।
-
এদেশে বিলগেইটস তৈরী হয়না। কেননা, বিশ্ববিদ্যালয়
গুলো এক লাখ ছাত্রকে পরীক্ষার সুযোগ দিয়ে এক
হাজার রেখে বাকিদের লাথি দিয়ে বেড় করে দেয়।
-
এখানে আইনষ্টাইন তৈরী হয়না। কারণ, শিক্ষার হার
বাড়াতে ছেলেমেয়েদের মিথ্যা A+ এর স্বপ্ন
দেখানো
হয়।
-
এদেশে মাইকেল ফেল্পস্ তৈরী হয়না। কারণ, বাবা মা
রা তাদের ব্যর্থ স্বপ্নগুলো তাদের বাচ্চাদের উপর
চাপিয়ে দেন।
-
এখানে নীল আর্মষ্টং তৈরী হয়না। কারণ, আমরা
পড়াশোনা করি বড়লোক হবার নেশায়।
-
এখানে চর্লস ব্যাবেজ তৈরী হয়না। কারণ, এদেশে
ভর্তি
পরীক্ষার ন্যায্য ফলাফলের জন্য আমাদের রাস্তায়
নামতে হয়।
-
এদেশে স্টিফেন হকিংস তৈরী হয়না। কারণ, পিএসসি
পরীক্ষার প্রশ্নও এদেশে ফাঁস হয়।
-
এদেশে আব্রাহাম লিংকন তৈরী হয়না। কারণ, সমাজ
ব্যর্থদের আর দ্বিতীয় সুযোগ দেয়না............
-
ঘুড়ে দাঁড়াতে সাহায্য করুন মানুষ যখন বিপদে পড়ে
সাহায্য তখন দরকার হয়। নীতি বাক্য সবাই শুনাতে
পারে।।।।।
ঝড় আসবে গাছটাকে আগলে রাখুন দেখবেন এরা
আপনাকে একদিন ছায়া দিবে।।।।।।
আসলে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে
একা দাঁড়াতে হয়.... বিপদে কেউ বলে না,,, আমি আছি
তো..!! ভয় কিসের???
( সংগৃহীত )

shahanasumi35:
Interesting post. Thanks for sharing.

Shahana Kabir

Nurul Mohammad Zayed:
Welcome ...

shafayet:
Thanks for the post :)

Raisa:
good post

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version