চোখের সমস্যা। তাই সব সময়ের সঙ্গী চশমা। সব সময় চশমা পরে থাকার কারণে নামের দু-পাশে কালো দাগ তৈরি হয়। দীর্ঘদিন ধরে সেই দাগ থাকার ফলে এমন জেদি হয়ে যায়, যে কিছুতেই পিছু ছাড়তে চায় না। দেখায় খুব বিচ্ছিরি। মুখের সৌন্দর্যটাই মাটি হয়ে যায়। মেকআপেও ঢাকা যায় না। ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। কীভাবে! রইল উপায় -
১. আলু বা টমেটো
আলু বা টমেটোর টুকরো নিয়ে দাগের উপর ঘষে নিন। প্রত্যেকদিন ব্যবহারে কয়েকদিনের মাথায় সুফল দেখতে পাবেন।
২. শশা
এই জেদি দাগ থেকে নিস্তার পেতে নিয়মিত ব্যবহার করুন শশা। আপনি চাইলে ব্যবহার করতে পারেন শশার রসও। তবে শশার রসের সঙ্গে মিশিয়ে নিন সামান্য আলু ও টমেটোর রস। ভালো করে মিশিয়ে মিশ্রণটি তুলোয় করে লাগিয়ে নিন।
৩. মধু
দুধ, মধু ও ওটস্ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। মিশ্রণটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪. লেবুর রস
লেবুর রসে সামান্য কয়েক ফোটা জল মিশিয়ে নিন। সেই লেবুর রসে তুলো ভিজিয়ে নাকের পাশে লাগিয়ে নিন বেশ কয়েকবার। প্রত্যেকদিন এর ব্যবহারে কয়েক সপ্তাহের মধ্যেই দাগ থেকে মুক্তি পেতে পারবেন।
৫. আপেল সিডার ভিনিগার
পানি ও অাপেল সিডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকের উপর মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করে নিন। কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন, দাগ কেমন দূর হতে শুরু করে।
৬. অ্যালোভেরা
অ্যালোভেরার রস বা অ্যালোভেরা জেল দাগ তুলতে কার্যকরী। ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম কার্যকরী।
৭. কমলা লেবুর খোসা
শুকনো কমলা লেবুর খোসা গুঁড়ো করে নিন। তাতে সামান্য দুধ মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৮. আমন্ড অয়েল
আমন্ড অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন E। প্রত্যেকদিন নিয়ম করে এই তেল ম্যাসাজ করলে ভালো ফল পাবেন।
৯. গোলাপ জল
গোলাপ জলের প্রাকৃতিক গুণ ত্বকের উজ্জ্বলতা বাড়াবেই। সেইসঙ্গে দাগছোপও দূর করবে। ভালো ফল পেতে গোলাপ জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে ব্যবহার করুন।
এই ঘরোয়া উপায়ে সঠিক ব্যবহারে ভালো ফল দেখতে পাবেন। তাছাড়া প্রচুর পরিমাণ জল খান। চশমা ব্যবহার করার আগেই ভালো করে পরিষ্কার করে তবেই ব্যবহার করুন। ত্বক যাতে শুষ্ক না হয়ে যায় সেজন্য নিয়মিত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।