Faculty of Science and Information Technology > Software Engineering
কৃত্রিম বুদ্ধিমত্তার ফেসবুক মেসেঞ্জার বট
(1/1)
S. M. Ashraful Alam:
সম্প্রতি শেষ হওয়া বেসিস সফট এক্সপো মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ফেসবুক মেসেঞ্জার বট চালু করার ঘোষণা দিল প্রেনিউর ল্যাব। মেসেঞ্জার বটগুলোর মধ্যে বট বাবা, এআই বট, দোস্ত বট ও ই-কমার্স বট উল্লেখযোগ্য। মেসেঞ্জার বটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী, গুগল উইমেন টেকমেকারস লিড রাখশান্দা রুখাম, গুগল লোকাল গাইডের মডারেটর মাহবুব হাসান ও হিরোজ অব ৭১-এর মাশা মুস্তাকিম।
মেসেঞ্জার বটের এই প্রযুক্তিতে বট নিজেই আপনার সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারে, আপনার নির্দেশ অনুযায়ী কাজ নির্বাহ করে। মেসেঞ্জার বটগুলো ব্যবহার করতে facebook.com/BotBabaAI ঠিকানায় গিয়ে বার্তা পাঠালে বট নিজে নিজে আপনার সঙ্গে কথা বলা শুরু করবে। অন্যান্য বট সম্পর্কে জানতে হলে সেই বটের নাম লিখে ফেসবুকে খুঁজতে হবে।
Navigation
[0] Message Index
Go to full version