সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণের সিঁড়ি "ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস

Author Topic: সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণের সিঁড়ি "ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস  (Read 982 times)

Offline Farhana Haque

  • Jr. Member
  • **
  • Posts: 57
  • You will never have this day again! Make it count!
    • View Profile
  সুবিধাবঞ্চিতদের স্বপ্ন পূরণের সিঁড়ি "ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস''


প্রতিটি শিশুর মাঝেই সফল একটি "সত্ত্বা" বিদ্যমান। শিশুদের কেউ কেউ পারিবারিক স্বচ্ছলতার কারনে নিজের প্রকৃত লক্ষ্য বা স্বপ্নটিই ভুলে যায়, যখন সে দেখে, না চাইতেই কিংবা তার চাওয়ার থেকেও বেশী কিছু সে পাচ্ছে!! পরিবার যখন তার প্রকৃত দক্ষতা উপলব্ধি না করে ডাক্তার, কিংবা ইঞ্জিনিয়ার হবার লক্ষ্য বেঁধে দেয় ঠিক সেদিন থেকেই সে তার স্বপ্নের বিপরীতে অবস্থান নিয়ে নেয়। বাবা মায়ের স্বপ্ন পূরণে প্রত্যয়ী হতে হতে সে ভুলে যায়, তার নিজের স্বপ্নের কথা। যার ভালো লাগে ছবি আঁকতে, অবসরেই বসে দুটো কবিতার লাইন লিখতে। যার হবার কথা ছিল "জয়নুল'' কিংবা 'নজরুল''। নেপথ্যে মৃত্যু হয় একটি স্বপ্নের। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে সে একদিন হয়তো সমাজের উঁচু স্তর টি দখল করে, কিন্তু রাত ঘুমে তার চোখে আর সেই ইচ্ছের ক্যানভাস ভাসে না। কানে কানে আশ্চর্য সুন্দর কবিতার লাইন দুটি আর উচ্চারিত হয় না। স্বপ্নরা তার, শেকলে বাঁধা পরে যায়। কিছুই করার থাকে না আর। অপর দিকে পারিবারিক অস্বচ্ছলতার কারনে কোন কোন শিশু 'স্বপ্ন" বা "জীবনের লক্ষ্য" বিষয় টি সম্পর্কে অজ্ঞাতই থেকে যায়। অথচ ভেতরে তার স্বপ্ন টি ধীরে ধীরে ফুল হয়ে ফোঁটে। তার মনেও একজন কবি থাকে,লেখক থাকে,থাকে কোন বিখ্যাত চিত্রশিল্পী হবার স্বপ্ন। কিংবা সে স্বপ্ন দেখে বিজ্ঞানী হবার। তার ভেতরেই বাস করে সিদ্ধার্থ কিংবা ফ্রয়েড। 'ড্যাফোডিল' বা 'নার্সিসাস' তার স্বপ্নের পথ টাকে এগিয়ে নিয়ে যায়। সবশেষে এইসব পবিত্র স্বপ্নের শেষ সিঁড়িটা এসে থমকে যায় দারিদ্র্যতায়, অভিভাবকত্বহীনতায়, অসহায়ত্বে!!! এখানেও স্বপ্নের মৃত্যু হয়।
         
      আমরা কথা দিচ্ছি...... আমরা কথা রাখবো... আমরা রুখে দেব সেইসব সুবিধাবঞ্চিত শিশুদের পবিত্র স্বপ্নের অকাল মৃত্যু। আমরা পাশে আছি। পাশে থাকবো। আমরা "ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস" প্রতিটি দরিদ্র্য শিশুর অভিভাবক হব। তাদের প্রকৃত স্বপ্ন যাচাই করে সেই স্বপ্নের চারাগাছটিতে রোজ পানি দেবো, সার দেবো। এমন শিশুদের বেঁচে থেকে মানুষের মত মানুষ হবার জন্য যা যা কিছু দরকার, প্রতিটি অনুষঙ্গ পূরণের দায়িত্ব আমরা নেব। শিশুদের শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে স্বপ্ন সমেত এক একটি রত্ন তৈরি করার প্রত্যয় নিয়েই আমরা আসছি। স্বপ্নের শুরু থেকে শেষ সিঁড়িটি হউক "ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস" এর মহিমান্বিত সিঁড়ি। আমরা জানি, নিজের স্বপ্ন সত্যি হলেই আরো দশটি স্বপ্ন সত্যি করা সম্ভব। 'সাধ' এবং সাধ্যের সমন্বয় সম্ভব।

আমরা বিশ্বাস করি, মানুষ তার স্বপ্নের সমান বড়।

http://diss.daffodilvarsity.edu.bd
[/size]
« Last Edit: April 17, 2017, 10:46:40 AM by Farhana Haque »
Farhana Haque
Coordination Officer
Daffodil Institute of Social Sciences-DISS
Daffodil International University
Phone: (EXT: 234)