IT Help Desk > ICT
এবার গুগল ক্রোমেও পাওয়া যাবে ভিআর কনটেন্ট
(1/1)
faruque:
এবার গুগল ক্রোমেও পাওয়া যাবে ভিআর কনটেন্ট
গুগল ক্রোম ব্রাউজারের লেটেস্ট ভার্সনের ওয়েবে ভারচুয়াল রিয়্যালিটি (ভিআর) নিয়ে আসার কথা জানিয়েছে। এর ফলে ভিআর ইউজারদের ভারচুয়াল রিয়্যালিটি কনটেন্ট পেতে আলাদা কোনো অ্যাপ বা ইউটিউব ব্রাউজ করা লাগবে না।
এছাড়াও গুগলের ডেড্রিম সাপোর্টেড ফোন ও ডেড্রিম ভিউ হেডসেট ব্যবহার করে ব্যবহারকারীরা এর সম্পূর্ন সুবিধা পাবেন। অন্যান্য স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারকারীরাও ক্রোম থেকে এ সুবিধা পাবেন।
গত বছরের অক্টোবরে পিক্সেল ও পিক্সেল এক্সএল নামে স্মার্টফোন বাজারে নিয়ে আসে গুগল। ওই ফোনের সঙ্গে ভিআর হেডসেটের আত্মপ্রকাশের কথা জানায় সংস্থাটি। ডেড্রিম ভিউ নামের গুগলের এই মডেল ডেড্রিম ও ভিআর টেকনোলজির জন্য নিয়ে আসে গুগল। এর দাম ধরা হয় ৭৯ মার্কিন ডলার।
গুগলের নতুন স্মার্টফোন এই হেডসেটের সামনে রাখলে তা এনএফসি টেকনোলজিরর মাধ্যমে কাজ করে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, সবার কাছে সব ডিভাইসে ভারচুয়াল কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্যে তাদের এই উদ্যোগ।
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2017/02/13/207613#sthash.u3oD5SPm.dpuf
Navigation
[0] Message Index
Go to full version