Faculty of Science and Information Technology > Science and Information

ভাঁজ করতে পারবেন টিভি

(1/2) > >>

subrata.ns:
টেলিভিশন দেখা শেষে সেটি ভাঁজ করে রেখে দেয়া যাবে ঘরের এক পাশে।আশ্চর্য মনে হলেও এমনই টেলিভিশন তৈরির কথা জানিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি।

এলজি জানিয়েছে, নমনীয় স্ক্রিন তৈরিতে প্লাস্টিকের পরিবর্তে পলিমাইড ফিল্ম ব্যবহার করা হয়েছে।আর ট্রান্সপারেন্ট পিক্সেল ডিজাইন প্রযুক্তি যুক্ত করা হয়েছে ফলে, অস্পষ্ট বা ঘোলাটে ছবি দেখার ঝামেলা থেকেও মিলবে মুক্তি।

পরীক্ষামূলকভাবে তৈরি এই টেলিভিশনটির স্ক্রিনের মাপ ১৮ ইঞ্চি।তবে পরবর্তীতে তা ৫৫ ইঞ্চি আকারের তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।ফোর-কে মানের নমনীয় এই টিভির স্ক্রিন হবে এইচডির চেয়েও চারগুণ বেশি উন্নত।রেজুলেশন হবে ১২০০ বাই ৮১০।

প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, প্রচলিত টিভি স্ক্রিনের চেয়ে নমনীয় টিভি স্ক্রিন হবে টেকসই।চলতি বছরেই বাজারে আসতে পারে এমন টিভি।তবে এর দাম কেমন হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি নির্মাতা প্রতিষ্ঠান।

Md. Rasel Hossen:
Informative post... Thanks for sharing....

parvez.te:
good

710001658:
WOW!

Masuma Parvin:
Very interesting.Thanks for sharing.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version