Health Tips > Beauty Tips

মাত্র ২টি উপাদান দিয়ে মুখের কালো দাগকে বলুন চিরবিদায়!

(1/1)

Sahadat Hossain:
মুখের ব্যাপারে প্রতিটি মানুষই অনেক বেশি সংবেদনশীল। মুখের যত্নে কত কিছুই না করা হয়। নামী দামী ক্রিম, ফেসিয়াল, মেকআপ, কতশত ফেইস প্যাক। অথচ এই মুখেই সবচেয়ে বেশি কালো দাগ পড়ে। এই কালো দাগ কারো কাম্য নয়। বিভিন্ন কারণে মুখে কালো দাগ পড়তে পারে।

কারণ
১) হাইপারপিগমেন্টেশন, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে ত্বকে কালো দাগ ফেলে দেয়। 
২) হরমোনের ভার‍্যসাম্যহীনতা
৩) অতিরিক্ত রোদে ঘোরাঘুরি
৪) সূর্যের ক্ষতিকর রশ্নি
৫) ব্রণ
৬) লিভারের সমস্যা ইত্যাদি
ত্বকের এই কালো দাগ দূর করে ফেলুন সহজ একটি উপায়ে।

যা যা লাগবে:
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চামচ লেবুর রস

যেভাবে লাগাবেন:
১। হলুদ গুঁড়ো এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।
২। এবার মুখ ভাল করে পরিস্কার করে নিন।
৩। একটি শুকানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
৪। এবার এই প্যাকটি মুখের কালো দাগে লাগান।
৫। ১৫ মিনিট অপেক্ষা করুন।
৬। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৭। ভাল ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন। শীতকালে দিনে দুইবার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে:
লেবুতে ব্লিচিং উপাদান আছে, যা ত্বক ফর্সা করে থাকে। হলুদ গুঁড়োর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে কালো দাগ দূর করে থাকে। যা ত্বক উজ্জ্বল করে তোলে।

সতর্কতা
এই প্যাক ব্যবহার করার পর ৮-১০ ঘন্টা সূর্যের আলোতে যাবেন না। সেনসেটিভ বা সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই যে কেউ এটি ব্যবহার করতে পারে। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যে ত্বকের কালো দাগ অনেক কমে আসে।

লিখেছেন- নিগার আলম

Navigation

[0] Message Index

Go to full version