Health Tips > Fruit

রোজ ডায়েটে বাদাম, দানাশস্য রাখলে এই ৫ উপকার পাবেনই

(1/1)

smsirajul:
স্বাস্থ্য ভাল রাখতে প্রতি দিনে ডায়েটে বাদাম ও দানা শস্য রাখার কথা চিকিত্সকরা বলে থাকেন। বাদাম ও শস্যে থাকা পুষ্টিগুণ বিভিন্ন ভাবে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে, তেমনই খিদেও মেটায়। টুকটাক মুখ চালাতে ইচ্ছা হলে ফাস্ট ফুডের বদলে খেয়ে নিন একমুঠো বাদাম। ডায়েটিশিয়ানরা বলে থাকেন এটাই সেরা স্ন্যাকস। জেনে নিন রোজ বাদাম খেলে কী কী উপকার হয় শরীরের।

Navigation

[0] Message Index

Go to full version