Faculties and Departments > Teaching & Research Forum

গবেষণা এবং উদ্ভাবণে শীর্ষে বুয়েট ,৫ম অবস্থানে ড্যাফোডিল

(1/5) > >>

Akter Hossain:
গবেষণা এবং উদ্ভাবণে শীর্ষে বুয়েট ,৫ম অবস্থানে ড্যাফোডিল, গবেষণা এবং উদ্ভাবণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিং এ শীর্ষ তিনে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি স্পেনভিত্তিক গবেষণা সংস্থা ‘সিএসআইসি’ পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সারা বিশ্বের ৪ হাজার ১শ ৮৭তম এবং বাংলাদেশের ৩য় অবস্থানে রয়েছে দেশের একমাত্র এ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।সংস্থাটি বাংলাদেশের ১৩৩ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ গবেষণা পরিচালনা করেন। র‌্যাংকিং এ ১ম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)। আর দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ইউনিভার্সিটি (৪র্থ ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পঞ্চম), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (ষষ্ঠ), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭ম), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৮ম), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৯ম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১০ম), খুলনা বিশ্ববিদ্যালয় (১২তম), নর্থসাউথ ইউনিভার্সিটি (১৩তম), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৪তম) ও দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫তম)।

alamin.ns:
very good

saratasneem:
Pride for us.

subrata.ns:
Thank you for sharing

Md.Shahjalal Talukder:
feeling proud.......

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version