Faculty of Humanities and Social Science > Journalism & Mass Communication
এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থীর মায়ের ফোনে প্রতি মাসে ৬০০ টাকা পৌঁছে যাবে ।সবাই কে
(1/1)
Md. Alamgir Hossan:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্তরকিতার সাথে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা কঠিন নয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক হাজার ৩৭৫ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎ কেন্দ্র ও মোবাইল ব্যাংকিংয়ে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
মোবাইলে প্রাথমিকের উপবৃত্তির টাকা পাবেন মায়েরা। এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থীর মায়ের ফোনে প্রতি মাসে ৬০০ টাকা পৌঁছে যাবে। টুঙ্গিপাড়া ও রংপুরের পীরগঞ্জে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান মোবইল নেই এমন ২০ লাখ মাকে সিম দেবে টেলিটক।
ছেলেমেয়েরা যাতে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরে আটটি বিদ্যুৎ কেন্দ্র, একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র এবং দশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও পার্বত্য থানচি উপজেলায় বিদ্যুৎ সুবিধার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান ২০২১ সালে ২৪ হাজার, ২০৩০ সালে ৩০ হাজার ও ২০৪১ সালে ৬০ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার।
এর আগে ঢাকার বিজয় সরনীতে যানজট কমাতে প্রস্তাবিত ইউলুপের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
Sultan Mahmud Sujon:
Wow ... Such a good News.
Anuz:
Wow....... good initiative
Ratul.JMC:
Thank you very much for your post. :)
Navigation
[0] Message Index
Go to full version