Health Tips > Diabetics
Diabetes will sweat test
(1/1)
rumman:
শরীরের সুগারের পরিমাণ জানতে কিংবা ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করাতে এখন আর নমুনা হিসেবে রক্তের দরকার পড়বে না। শরীরের ঘাম হলেই চলবে। আবার ঘাম যে অনেক লাগবে তাও নয়, এক লিটার ঘামের ১০ লাখ ভাগের এক ভাগ হলেই চলবে। গবেষকরা দাবি করেছেন, ঘাম পরীক্ষা করে যে ফল মিলেছে, তা একেবারে নির্ভুল।
ডায়াবেটিস পরীক্ষার জন্য নমুনা হিসেবে সাধারণত রক্ত নেওয়া হয়। নমুনা হিসেবে রক্তের বিকল্প কিছু আছে কি না—সেটি অনুসন্ধান করতেই এ পরীক্ষা চালান দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির ওই গবেষকরা পরীক্ষাটি চালিয়েছেন ইঁদুরের ওপর। তাঁরা নিশ্চিত মানুষের ক্ষেত্রেও এ পরীক্ষা কার্যকর হবে।
এ পরীক্ষা চালাতে গিয়ে অবশ্য কয়েকটি প্রতিবন্ধকতার সামনে পড়তে হয় গবেষকদের। ঘামে চিনি ছাড়াও আরো অনেক উপাদান থাকে। যেমন, ল্যাকটিক এসিড। আবার রক্তের তুলনায় ঘামে চিনির পরিমাণ থাকে কম। এ কারণে চিনি শনাক্ত করাও কঠিন। গবেষকরা এ বিষয়টি মাথায় রেখে গবেষণায় তিনটি সেন্সর ব্যবহার করেছেন। এগুলোর মাধ্যমে ঘামের প্রতিটি উপাদানকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব। সূত্র : বিবিসি।
Tofazzal.ns:
Thanks.
Navigation
[0] Message Index
Go to full version