Entertainment & Discussions > Story, Article & Poetry
অগ্নিশিখা, এসো এসো
(1/1)
akazad600:
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।।
আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি,
আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।
এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী-
শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।
দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে
আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো।।
Israk Zahan Papia:
Great post!
nadimhaider:
nice, thanks.
Sharminte:
nice!
Navigation
[0] Message Index
Go to full version