IT Help Desk > ICT
এবার অ্যান্ড্রয়েডে আসছে নতুন এক অবিশ্বাস্য ফিচার
(1/1)
faruque:
এবার অ্যান্ড্রয়েডে আসছে নতুন এক অবিশ্বাস্য ফিচার
অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার তৈরিতে কাজ করছে গুগল। এই ফিচারটিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতার জন্য নতুন ফিচারগুলো গুগলকে সাহায্য করবে। আইওএস প্ল্যাটফর্মে অ্যাপগুলোকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইউজারদের কাছে তুলে ধরছে অ্যাপল। গুগল পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ও’-তে এই ফিচার অ্যাড হবে।
এই বছরের মে মাস নাগাদ গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন আই/ওতে পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েড ভার্সন দেবে গুগল। গুগল যেসব ফিচার নিয়ে কাজ করছে, এর মধ্যে একটি হচ্ছে ‘কপি লেস’ নামের ফিচার। এটি ব্যবহার করে একটি অ্যাপ থেকে টেক্সট কাট করে অন্য অ্যাপে বসানো যাবে। অবশ্য এটি অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন, নাকি গুগল জিবোর্ড অ্যাপে বসানো হবে, তা জানা যায়নি। গুগল নির্দিষ্ট কিছু অ্যাপ আপডেট করার পরিকল্পনাও করেছে। এ ছাড়া জেশ্চার নামে নতুন ফিচার আসতে পারে অ্যান্ড্রয়েডে।
Navigation
[0] Message Index
Go to full version