নিঃসঙ্গ এক গ্রহ!

Author Topic: নিঃসঙ্গ এক গ্রহ!  (Read 698 times)

Offline subrata.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 255
  • Test
    • View Profile
    • https://www.daffodilvarsity.edu.bd/
নিঃসঙ্গ এক গ্রহ!
« on: March 13, 2017, 12:04:13 PM »
সৌরজগতের বাইরে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে নক্ষত্রহীন নিঃসঙ্গ এক গ্রহ

আমাদের এই সৌর জগতের বাইরে নিঃসঙ্গ এক গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দেয়া পিএসও জে৩১৮.৫-২২ নামের এ গ্রহ কোনো নক্ষত্রের চারদিকে আবর্তিত হচ্ছে না বরং একা একাই মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে।

আমাদের সৌর জগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চেয়েও আকারে ছয়গুণ বড় নিঃসঙ্গ গ্যাসে নির্মিত এ গ্রহটির বয়স এক কোটি ২০লাখ বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। অর্থাত তুলনামূলক ভাবে একে বয়সে নবীন বলা যাবে।

হাওয়াইয়ের মাউই দ্বীপের হেলেকালা আগ্নেয়গিরির ওপর অবস্থিত প্যান-স্টারস ১ ওয়াইড-ফিল্ড সার্ভে দূরবীন দিয়ে এর অবস্থান খুঁজে পাওয়া গেছে। আর এ গবেষণা দলটির নেতৃত্ব দিয়েছেন মানোয়ার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা ইন্সটিটিউটের মাইকেল লিউ।

তিনি বলেন, মহাশূন্যে এ জাতীয় নিঃসঙ্গ গ্রহ থাকতে পারে বলে অনেক সময়ই ধারণা করেছি কিন্তু এবার এ রকম এ গ্রহের খোঁজ পাওয়া গেল।

তিনি আরো বলেন, মহাশূন্যে এ রকম মুক্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে এমন কোনো বস্তুর সন্ধান এর আগে পাইনি। অন্যান্য গ্রহকে প্রদক্ষিণ করছে এমন সব তরুণ গ্রহের সব চরিত্রই নতুন এ গ্রহের থাকা সত্ত্বেও এটি একাই ভেসে বেড়াচ্ছে।

এ গবেষণা সমীক্ষাটি প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার’ নামের সাময়িকীতে
Subrata Banik
Lecturer (Physics)
Department of General Educational Development