DIU Activities > Permanent Campus of DIU
There are basically 3 classes of people around us.
Reza.:
মানুষকে নাকি চেনা যায় না?
মৌলিক ভাবে সব মানুষকে তিনটি শ্রেনী বা ক্যাটাগরীতে ভাগ করা যায়। এই তিনটি হল ১. এগ্রেসিভ ২. প্যাসিভ ও ৩. অ্যাসারটিভ।
১. এগ্রেসিভ মানুষেরা শুধু নিজেদের কথাই ভাবে। অন্যদের অধিকারকে এরা কোন গুরুত্ব দেয় না। অন্যদের আঘাত করে কথা বলা এদের জন্য একটি নিয়মিত ব্যাপার। অন্যদের থামিয়ে দিয়ে এরা কথা বলে। এরা সবাইকে থামিয়ে দিয়ে নিজের কথা জোরে প্রকাশ করে। এছাড়াও দলে নিজের কন্ট্রোল আনাই এদের লক্ষ্য থাকে। এদের সব কথায় লুকায়িত থাকে " আই এম ওকে - ইউ আর নট" এই ভাবটি।
২. প্যাসিভ মানুষেরা কথা বলতেই সংকোচ করে। নিজে ব্যথা পেলেও অন্যকে ব্যথা দিতে পারে না। নিজের মনপুত না হলেও অন্যের কথায় সায় দেয়। নিজের থেকে অন্যদের সুখ দুঃখ কে বেশী গুরুত্ব দেয়। এরা একাএকাই থাকে - কোন দলে ভীড়ে না। এদের সব কথায় লুকায়িত থাকে " ইউ আর ওকে - আই এম নট" এই ভাবটি।
৩. অ্যাসারটিভ মানুষেরা নিজের সাথে সাথে অন্যের কথাও ভাবে। অন্যদের কথাকে নিজের কথার সমান গুরুত্ব দেয়। নিজেকে তো নয়ই - কাউকেই এরা ব্যথা দিতে চায় না। এদের সব কথায় লুকায়িত থাকে " আই এম ওকে - ইউ আর ওকে" এই ভাবটি।
liza Sharmin:
You are okay, but I am also okay :)
Reza.:
Thanks for repeating.
"I am ok you are ok" is the theme of assertive people.
Sharminte:
values self equals to others :)
Nice sharing sir.
Reza.:
Thank you for your comments.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version