Entertainment & Discussions > Cricket
কলম্বো টেস্ট সেরা জয় মানতে রাজি নয় দুর্জয়
(1/1)
Md. Alamgir Hossan:
অতি সম্প্রতই অনুষ্ঠিত হয়ে গেল কলম্বোর শততম টেস্ট, আর এই টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। অনেক সমর্থকদের চোখে হয়তো টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সেরা জয়। এমনকি শ্রীলঙ্কার মাটিতে শেষ লগ্নে এসে এমন একটি জয় পাওয়া অনেক সাবেক ক্রিকেটারের কাছে বড় প্রাপ্তি।
তবে নিজেদের শততম টেস্টে চার উইকেটের জয়কে সেরা বলছেন না সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দূর্জয়। ম্যাচের শেষেই প্রিয়.কমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন।
বিসিবির এই পরিচালকের ভাষায়, “না, সেরা জয় বলবো না। তবে সেরা জয়ের মধ্যে এটি অবশ্যই একটি। ” অবশ্য সেরা জয় কোনটি সেটা আর বলেননি দুর্জয়।
তবে জাতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভুলেননি সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, “আমি সেলিব্রেট করছি আমার এলাকার লোকজন নিয়ে। ক্রিকেটারদের প্রতি আপাতত মৌখিক শুভেচ্ছা। আর ওরা দেশে ফিরে এলে একটা অনুষ্ঠান করবো। ”
দুর্জয় অবশ্য বিশেষভাবে প্রশংসা করেন দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে ম্যাচসেরা হওয়া তামিম ইকবাল এবং অধিনায়ক মুশফিকের। ‘আমাদের দল এখন ভালো খেলছে। আর ভালো খেললে রেজাল্ট আসবেই। এই টেস্টে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ভালো হওয়াতে আমরা ম্যাচ জিতেছি।
তামিমের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিলো। মুশফিক, তামিমের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিলো দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য। যেটা সাহায্য করেছে। ’
Navigation
[0] Message Index
Go to full version