IT Help Desk > IT Forum

Start your pc quickly

(1/1)

iqbal007:
স্বাভাবিকভাবে পিসি দ্রুত চালু হওয়া নির্ভর করে প্রসেসর, র্যারম এবং সিস্টেমের ওপর। তবে যাদের এগুলো তেমন একটা উন্নত নয়, তাদের ক্ষেত্রে এটি বেশ কাজের। এজন্য প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন। Regedit লিখুন এবং Ok করুন। এরপর HKEY_LOACAL_ MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করুন। Startup Delayটি খুঁজে বের করুন এবং Double ক্লিক করুন। এখন Decimal-এ ক্লিক করুন ও ভ্যালু ৪৮ ০০০০০-এর পরিবর্তে ৪০০০০ বসিয়ে দিন। সবশেষে পিসি রিস্টার্ট করুন।

goodboy:
Nice & informative post..........I'll try it.............thanks.......

Navigation

[0] Message Index

Go to full version