IT Help Desk > Internet
ওয়ার্ল্ড সামিট পুরস্কার পেল পাবলিক টয়লেট অ্যাপ
(1/1)
shafayet:
ওয়ার্ল্ড সামিট পুরস্কার পেল পাবলিক টয়লেট অ্যাপ
জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড (ডব্লিউএসএ) মোবাইল ২০১৬ পুরস্কার পেয়েছে বাংলাদেশি স্মার্টফোন অ্যাপ ‘পাবলিক টয়লেট’। স্মার্ট সেটেলমেন্ট এবং আরবানাইজেশন বিভাগে পাবলিক টয়লেট অ্যাপের নাম প্রকাশ করে অস্ট্রিয়াভিত্তিক সংগঠনটি।
ডব্লিউএসএ পুরস্কারের বিচারকমণ্ডলীর সদস্য এস এম আশ্রাফ আবীর বলেন, ‘পুরস্কারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এমন উদ্যোগগুলোকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ থেকে এবার পাবলিক টয়লেট অ্যাপ পুরস্কারটি জিতেছে। অ্যাপটি হয়তো বেশ কিছু ছোট সমস্যা নিয়ে কাজ করে, তবে এর প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ সহযোগিতায় এই অ্যাপটি নিয়ে কাজ করছে প্রেনিউর ল্যাব। প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, ‘ঢাকা শহরে প্রায় দুই হাজার পাবলিক টয়লেট আছে। এর মধ্যে প্রায় এক হাজার শৌচাগারের তথ্য দেওয়া হয়েছে। ২০১৫ সালে আমরা অ্যাপটি নিয়ে কাজ শুরু করি। অ্যাপটি ব্যবহার করে যে কেউ আশপাশে থাকা গণশৌচাগার খুঁজে নিতে পারবে।’
পাবলিক টয়লেট অ্যাপে শৌচাগারের পরিচ্ছন্নতার অবস্থা, নারী-উপযোগী কি না, কটি কক্ষ আছে, লাগেজ রাখার ব্যবস্থা আছে কি না, খাওয়ার পানির ব্যবস্থা, ব্যবহারের খরচসহ প্রতিটি শৌচাগারের প্রায় ১৯ রকম তথ্য পাওয়ার সুবিধা আছে। ২০১৬ সালে অ্যাপটির জন্য ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন পুরস্কার পেয়েছিল প্রেনিউর ল্যাব।
Nujhat Anjum:
Very useful post.
Navigation
[0] Message Index
Go to full version