IT Help Desk > IT Forum

ফাইল ডাউনলোড ব্লক করা

(1/1)

iqbal007:
ফাইল ডাউনলোড ব্লক করা

ইন্টারনেট বেশ কিছু জাঙ্ক ফাইল দিয়ে পূর্ণ থাকে। এগুলো আপাতদৃষ্টিতে নিরাপদ বা ক্ষতিকর মনে না হলেও পরবর্তী সময়ে ভাইরাস বা স্পাইওয়্যার বিসত্মৃতির কারণ হয়ে দাঁড়ায়। যদি সবাই আপনার কমপিউটারে এক্সেসের সুবিধা পায়, তাহলে কোনো কোনো ব্যবহারকারীকে ব্লক করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট থেকে কেউ অনাকাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড করতে না পারে। আপনি এজন্য সিকিউরিটি ফিচার ব্যবহার করতে পারেন ইন্টারনেট থেকে সিঙ্গেল বা কয়েকটি ডাউনলোডকে প্রতিহত করার জন্য। আর এ কাজটি সম্পন্ন করতে হলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

StartControl Panel-এ ক্লিক করুন।

User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control-এ ক্লিক করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Windows vista Web Filter সিলেক্ট করুন।
Block File Downloads চেকবক্স সিলেক্ট করে ওকে করুন।

এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ব্লক করা

ইন্টারনেটে অনেক ডাউনলোডেবল ফ্রি অ্যাপ্লিকেশন পাওয়া যায়; যার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডাটার জন্য ক্ষতিকর। আবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় হলেও কমপিউটারের জন্য ক্ষতিকর, বিশেষ করে এই কমপিউটার যদি অন্যরা ব্যবহার করার সুযোগ পায়। উদাহরণস্বরূপ বলা যায়, ফাইল রিমুভাল টুল যেগুলো কোনো সুযোগ না দিয়ে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলে। এমনকি রিকোভারি টুল ব্যবহার করেও উদ্ধার করা যায় না। যদি এ ধরনের কোনো টুল আপনার কমপিউটারে থাকে, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে অনাকাঙ্ক্ষিত ইউজারদের ব্লক করুন, যাতে আপনার কমপিউটারে অন্যরা অ্যাক্সেস করতে না পারে।
StartControl Panel-এ ক্লিক করুন।
User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control সিলেক্ট করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Allow and Block specific programs সিলেক্ট করুন।
Use only the programs that I allow অপশন সিলেক্ট করুন।
এবার যে অ্যাপ্লিকেশনকে ব্লক করতে চান, তা সিলেক্ট করে ওকে করুন।

Navigation

[0] Message Index

Go to full version