Faculties and Departments > Commerce
২০০ কোটি যন্ত্রে ক্রোম
(1/1)
shafayet:
২০০ কোটি যন্ত্রে ক্রোম
কিছু অর্জন আছে, যা গুগলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকেও গর্বিত করে তোলে। গুগলের তৈরি ইন্টারনেট ব্রাউজার এমন এক মাইলফলক স্পর্শ করেছে। গুগল ঘোষণা দিয়েছে, বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি যন্ত্রে সক্রিয়ভাবে ক্রোম ব্রাউজার ব্যবহৃত হচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ক্রোম ডেভেলপার সম্মেলনে ক্রোম ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডারিন ফিশার ক্রোমের এই মাইলফলক ছোঁয়ার ঘোষণা দেন।
ফিশার বলেন, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে গুগল ক্রোম ইনস্টল ও সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। গুগলের কোনো সফটওয়্যার বা পণ্যের ক্ষেত্রে ২০০ কোটির মাইলফলক পেরোনোর ঘটনা এটাই প্রথম। এর আগে গুগলের পণ্য হিসেবে ১০০ কোটির মাইলফলক পেরিয়েছে বেশ কয়েকটি সেবা। এর মধ্যে আছে গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড, গুগল প্লেস্টোর, গুগল সার্চ ও জিমেইল। তথ্যসূত্র: এনডিটিভি।
Navigation
[0] Message Index
Go to full version