DIU Activities > One Student One Laptop
one student one laptop [problem with laptop]
Mhmehadi:
"One student one laptop" ড্যাফোডিল ইউনিভার্সিটির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি অফার/প্রোগ্রাম বলে আমি মনে করি। ২ সেমিস্টারের ফি আগাম দিয়ে ২ সেমিস্টার আগেই ড্যাফোডিল তার ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ বিতরন কার্যক্রম শুরু করেছে। এজন্য ড্যাফোডিলকে আন্তরিক ধন্যবাদ। আমি এই প্রোগ্রামের মধ্যে পরি তাই ২ সেমিস্টারের ফি আগাম দিয়ে গত ২৩ শে ফ্রেব্রুয়ারী একটি ল্যাপটপ নেই। একবার ১ ঘন্টা অপারেটিং করি এবং রাতে বাসায় এসে ১/১.৩০ ঘন্টা অপারেটিং করে ল্যাপটপ টি অফ করি। ২/৩ ঘণ্টা পর আবার অন করতে যেয়ে আর অন করতে পারি নাই। ড্যাফোডিল কম্পিউটার্স এর হটলাইনে যোগাযোগ করলে তারা পরদিন আমাকে তাদের কলাবাগান হেডঅফিসে যেতে বলে। ২৪ তারিখ (আজ) আমি ল্যাপটপ টি সার্ভিসিং এর জন্য দিয়ে আসি।
Golam Kibria:
Don't be upset because it can happened unfortunately.Because it is a electronic element. But i believe that our authority and daffodilpc is very much sincere about this offer and they work hard for the offer.
Congratulations to you for getting the offer in advance.
Mhmehadi:
Im not upset about this.
Shamim Ansary:
The laptops which you are given are of a good quality and configuration machine. It is unfortunate if some of these do not function properly. At the same time, it is obvious that some may cause mechanical problems. It may happen if you buy a machine, instead of getting free. It can not be an example.
bcdas:
congratulations....... the students who received laptop
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version