IT Help Desk > ICT
নাসার মহাকাশ স্টেশনের তথ্যে ভুল ধরেছে ব্রিটিশ কিশোর
(1/1)
faruque:
নাসার মহাকাশ স্টেশনের তথ্যে ভুল ধরেছে ব্রিটিশ কিশোর
স্কুলের পদার্থবিদ্যার প্রজেক্ট করতে গিয়েই ন্যাশনাল এরোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) তথ্যে ভুল ধরেছে ১৭ বছরের কিশোর মাইলস সলোমন। সেই কিশোর জানিয়েছে, নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে রেডিয়েশন সেন্সর রয়েছে তা সঠিকভাবে কাজ করছে না। আর সেই কারণেই নাসার তথ্যে ভুল হচ্ছে।
পরীক্ষা নিরীক্ষা করে নাসা জানিয়েছে, ব্রিটিশ কিশোর মাইলস সলোমনের দাবি ঠিক। মহাকাশ স্টেশনে যে রেডিয়েশন সেন্সর রয়েছে তা ভুল তথ্য ধরছে।
তথ্য বিভ্রাটের বিষয়টি আপাতদৃষ্টিতে আবিষ্কার করার পরই নাসাকে মেইল পাঠায় ওই কিশোর। জবাবে নাসার পক্ষ থেকে ১৭ বছর বয়সী কিশোরের এই অনুসন্ধানকে প্রশংসা করা হয়েছে। ভুলটি ঠিক করতে মাইলস সলোমনকে নিজেদের প্রতিষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছে নাসা।
Navigation
[0] Message Index
Go to full version