IT Help Desk > IT Forum

উইন্ডোজের স্বয়ংক্রিয় ডিফ্রাগমেন্ট...

(1/1)

iqbal007:
ডিফ্রাগমেন্টের ফলে কম্পিউটারের গতি ভালো থাকে। ‘স্মার্ট ডিফ্রাগমেন্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রাগমেন্টের কাজটি করা যায়।
১.৭৪ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/smart-defrag-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। এখন সফটওয়্যারটি চালু করে Option-এ যান। Load Automically At Windows Startup অপশনে টিক চিহ্ন দিন। এরপর Auto Defrag অপশনে ক্লিক করুন এবং Enable Auto Defrag অপশনে টিক চিহ্ন দিয়ে Ok করুন। এর পর থেকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেমের ড্রাইভ ডিফ্রাগমেন্ট করবে।

Navigation

[0] Message Index

Go to full version