Faculties and Departments > Departments
From Our beloved head sir
(1/1)
Mir Kaosar Ahamed:
প্রিয়,
আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ...এই যুবসমাজ আর মাত্র কয়েকটা বছর সময় পাবে এই সমাজটাকে বদলে দিতে, অতঃপর তাঁরাও বৃদ্ধ হবেন এবং তাঁদেরই পরিবর্তিত সমাজে তাঁরা বাস করবেন সুখে-দুখে I
এই সত্যটা মাথায় রেখে আমরা একটা নতুন পেশার কথা ভাবতে পারি এখন থেকেই......কিছু দক্ষ মানুষ তৈরী করা, যারা বয়স্ক মানুষদের দেখাশুনার জন্য অসামান্য যোগ্যতা অর্জন করবে....... যাদের সঙ্গে গল্প করে, কথা বলে অথবা সময় কাটিয়ে প্রবীন প্রজন্ম খুঁজে পাবে তাঁদের জীবনের শতভাগ সার্থকতা.....প্রবীনের অভিজ্ঞতা সেইসব দক্ষ তারুণ্যকে দেখাবে নতুন পথ I
শুধুমাত্র "মন দিয়ে কথা শ্রবনের যোগ্যতা" আগামী দিনে নতুন পেশার মর্যাদা পাবে এ প্রত্যাশায় তোমাদের মনোযোগ আকর্ষণ করছি.....আগ্রহী হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করো, সহসাই একটি দল গঠন করে আমরা এ বিষয়ে গবেষণা ও কাজ শুরু করবো.......কারণ, এখন "প্রবীন" শব্দটা নিজের মনে না হলেও একদিন এই শব্দটাই হবে একান্ত আপন তোমার অথবা আমার I
এসো নিজের জন্যই সমাজটাকে বদলাই এবং ভালো থাকার প্রস্তুতি নেই...
ইতি,
আমি
Navigation
[0] Message Index
Go to full version