নতুন সার্চ টুল আনতে যাচ্ছে স্ন্যাপচ্যাট

Author Topic: নতুন সার্চ টুল আনতে যাচ্ছে স্ন্যাপচ্যাট  (Read 1101 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
নতুন সার্চ টুল আনতে যাচ্ছে স্ন্যাপচ্যাট



ব্যবহারকারীদের অনুসন্ধান অভিজ্ঞতাকে আরও উন্নত করতে যাচ্ছে চ্যাটিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ছবি এবং ভিডিওর মাধ্যমে অনুসন্ধানকে আরও সহজ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, নতুন ‘স্টোরিজ’ ফিচার তৈরি করে এতে সার্চ অপশন আনা হবে। আর এতে ব্যবহার করা হবে মেশিন লার্নিং প্রযুক্তি। স্ন্যাপচ্যাটে যেসব ছবি এবং ভিডিও পোস্ট করা হয় সেগুলোকে ‘স্ন্যাপস’ বলে। অ্যাপটির ‘আওয়ার  স্টোরি’ অপশনে এগুলো পোস্ট করা হয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহক স্লাইড শো পোস্ট করতে পারেন যা ২৪ ঘণ্টা পর নিজে থেকে মুছে যায়। নতুন সার্চ ফিচারের মাধ্যমে গ্রাহক এসব ছবিই সার্চ করতে পারবেন বলে জানানো হয়।

এদিকে সম্প্রতি ফেসবুকসহ  ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও একই ফিচার চালু করা হয়েছে। তবে, ফিচার নকল করার কথা ফেসবুক বরাবর অস্বীকার করে আসছে। 

উল্লেখ্য, বর্তমানে স্ন্যাপচ্যাটের ১০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।