এ-নৈতিক অবক্ষয়ের শেষ কোথায়!!!

Author Topic: এ-নৈতিক অবক্ষয়ের শেষ কোথায়!!!  (Read 954 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 184
  • Test
    • View Profile
জীবনের প্রয়োজন নয়; গোটাবিশ্ব আজ অমানসিকতায় প্রভাবিত হয়ে ক্রমে ক্রমেই সৃষ্টির সীমা লংঘন করে চলেছে। সীমা লংঘনের এই সীমান্ত ‘ব্যক্তি জীবন থেকে
ক্রমে ক্রমেই ছড়িয়ে পড়ছে জাতীয় জীবনেও’। মানুষ আজ ভোগ-বিলাশকে আকড়িয়ে সারা জীবনের অর্জনকে বির্সজন দিয়ে; তৈরী করতে যাচ্ছে- এক-অনৈত্রিক বিভ্যৎসু বিশ্ব।

অর্থ বৃত্তের লালসায় নিজেদের ভ্রান্ত-অসহিষ্নুতা ও অমানবিক মতামতকে সর্বচ্চে স্থান দিতে মরিয়া হয়ে উঠেছে-মাতালীপনায়। অপ্রয়োজনে শক্তি প্রয়োগ করে ধ্বংশ করে দিচ্ছে হাজার বছরের অর্জিত ন্যায়ের স্তম্ব-বিশ্বজনপথকে। রাষ্ট্রীয় ছত্র-ছায়ায় চলছে লুটপাটের মহোৎসব। সমগ্র বিশ্ব আজ দুর্নীপাকের ঘুর্নিঝড়ে বিধস্ত।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিধস্ততার সীমা অসীমতায় রুপ নিয়েছে। নীতি নিষ্ঠা ও আদর্শ ভিত্তিক জীবন আজ অনৈতিকদের দ্বারা নির্যাতিত-অসহায়ও মানবেতর জীবন-যাপন করছে। বিশ্ব-পুঁজিবাদীদের চাল-ছকে বাংলার ধনিকশ্রেনী অর্থেরমান দন্ডে কিনতে বসেছে সাধারন মানুষের জীবনের কোলাহলকে। ধ্বংশ হতে চলেছে, বাংলার বহুকালের অর্জিত সাম্যের অবস্থান ও মানব ভ্রাতৃত্ববোধ।

দালালদের করুন প্রভাবে জীবনের নীটমূলধন আজ শুণ্যের কোটায়। রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রীত হতে চলেছে-মিথ্যার জয় ধ্বনিতে। বুদ্ধিজীবি ও সচেতন বিবেক আজ রাষ্ট্রীয় অপ-শক্তির থাবায় ম্রিয়মান। ক্রমে ক্রমেই ক্রসফায়ারে হারিয়ে যাচ্ছে দেশের প্রতিবাদ-প্রতিরোধের বিপ্লবী কন্ঠ। মিথ্যাবাদী, ভন্ড ও চালবাজেরা রাষ্ট্রীয় ক্ষমতার ছায়াতলে মানুষের রক্তচুষে বিজয়ের হাসি হাঁসছে। শিক্ষার পবিত্রতায়-অর্থের কালো থাবা ও অসভ্য চামচামু বাসা বেঁধেছে। বলা যায়, গোটা জাতী-র নৈতিক অবক্ষয় ডাস্টবিনের তলানিতে এসে দাড়িঁয়েছে।

ভোগ-বিলাশের নেশায় এক-শ্রেনীর সরকারী দালাল আজ জীবন চলার নুন্যতম নীতিকে ছুড়ে ফেলে দিয়েছে। অসভ্যতাকে আকৃয়ে ধরেছে সভ্যতার নতুন মোড়কের
 নব-স্লোগানে। এ-কথা বলতে আজ আর বাধা নেই যে, আজকে বাংলার সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি গোটা জাতীয় জীবনের জন্য ভয়ন্কর অভিশাপ হয়ে উঠেছে।

আমাদের আগামী প্রজন্ম এই অভিশাপ থেকে মুক্তি চায়। সাম্য-সহনশীলতার জীবন চায়- গোটা বাংলার মানুষ। বাচাঁর মত বাচঁতে চায়; জীবন বিকাশের অধিকার নিয়ে গোটা বিশ্ব । আর এটাই সার্বজণীন কাম্য।
« Last Edit: January 06, 2019, 11:37:34 AM by Mohammad Nazrul Islam »

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Nice Writing. It was really informative.
Fahad Faisal
Department of CSE