সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়তে সাকিব

Author Topic: সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়তে সাকিব  (Read 891 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
২০১২ সাল থেকেই আইপিএলে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও আইপিএলে একই দলের হয়ে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
জাতীয় দলের হয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ করেই আইপিএলে যোগ দিতে ভারতে উড়াল দিবেন সাকিব। এখন পর্যন্ত দুইবার আইপিএল ট্রফি জেতাতে দলের হয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন সাকিব।
যদিও ব্যাট হাতে কিছুটা সাদামাটা তার পারফর্মেন্স। কিন্তু বল হাতে বরাবরই সেরা। আইপিএলে এখন পর্যন্ত নিজের খেলা ৪৮ টি ম্যাচের মধ্যে ৪৭ টিতেই বল হাতে নিয়েছেন সাকিব।
২৭.৫২ গড়ে আদায় করেছেন ৪৪ টি উইকেট। যার মধ্যে একইসাথে ‘তিন উইকেট’ পেয়েছেন দুইবার করে। এদিকে কেকেআরের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়তে আছেন সাকিব।
৮৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার সুনিল নারিন। একইসাথে ৭.১ ইকোনমি রেট নিয়ে কেকেআরের ইতিহাসে সেরা ইকোনমিক্যাল বোলারের তালিকাতেও পঞ্চম স্থানে আছেন বাংলাদেশী এই অলরাউন্ডার।
৬.১৮ ইকোনমি রেট নিয়ে যথারীতি এই তালিকারও শীর্ষে আছেন সুনিল নারিন। তবে আইপিএলে ব্যাট হাতে খুব বেশি জ্বলে উঠতে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত ৩৫ ইনিংস খেলে ১২৬ স্ট্রাইক রেটে ৫৪২ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান হচ্ছে ৬৬* এবং গড় ২০।