মাশরাফিকে বাদ দিয়ে বাংলাদেশ দল চিন্তা করা কঠিন: মুশফিক

Author Topic: মাশরাফিকে বাদ দিয়ে বাংলাদেশ দল চিন্তা করা কঠিন: মুশফিক  (Read 965 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
 টি-টোয়েন্টিকে বিদায় বলছেন মাশরাফি। অবশেষে তা সত্যিতে পরিণত হল শ্রীলঙ্কা সিরিজে। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টিকে বিদায় বললেন টাইগার এই অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে মাশরাফিকে সবসময় অনুপ্রেরনা হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

মুশফিক-মাশরাফিটি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার অবসরের পর নিজের অফিশিয়াল ফেইসবুক পেজে ম্যাশকে নিয়ে এমন বার্তা দেন মুশফিক।

‘সব ভালো জিনিসেই শেষ হয়, এটা সম্ভবত তাদের মধ্যে একটা। ম্যাশকে বাদ বাংলাদেশ দল চিন্তা করা কঠিন, আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত প্রত্যেকে গর্ববোধ করে আপনার মত একজনের নেতৃত্বে খেলে।’ মাশরাফিকে নিয়ে মুশফিকের মন্তব্য।

মুশফিক আরও লিখেন, ‘এটা সত্যি সম্মানের। শুধু এই টুকু বলতে চাই, আপনাকে ধন্যবাদ, আমাদের সবসময় অনুপ্রাণিত করার জন্য, আর আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। যতটা না আমরা হতাশ, তার চেয়ে টি-টোয়েন্টির জার্সিতে আপনাকে মিস করবো।
আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বরের শেষ দিকে মুশফিকুর রহীমের কাছ থেকে রঙ্গিন জার্সির (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) নেতৃত্ব তুলে দেয়া হয় মাশরাফির ঘাড়ে।

মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯টি।