Famous > Person

Prophet Hazrat Muhammad (SM)

(1/1)

Suman Ahmed:
রাসূলের_জিবনের_গল্প*
""""""""""""""""""""""""""""""""
এক গরীব লোক এক থোকা আঙ্গুর
নিয়ে হযরত মুহাম্মদ (সঃ)
এর কাছে উপহার দিলো।
পাশেই বিভিন্ন সাহাবীরা
উপস্থিত ছিলেন।
রাসুল (সঃ) আঙ্গুরের থোকা থেকে
একটা আঙ্গুর ছিড়ে মুখে দিলেন,
তারপর এক এক করে সবগুলো
আঙ্গুর খেয়ে ফেললেন কিন্তু পাশে
বসে থাকা সাহাবীদের কাউকেই
আঙ্গুর খেতে দিলেন না।
চোখের সামনে প্রিয় নবীর এভাবে
আঙ্গুর খাওয়া দেখে গরীব লোকটি
অনেক খুশী হলো, তারপর রাসুলের
কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলো।
.
লোকটি চলে যাবার পর এক সাহাবী
রাসুল (সঃ) কে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসুলুল্লাহ (সঃ)
আপনি কিভাবে একাই
সব আঙ্গুর খেয়ে ফেললেন,
আমাদের কাউকে একটু ভাগ দিলেন না!
সাহাবীর প্রশ্ন শুনে রাসুল (সঃ)
মুচকি হেসে উত্তর দিলেন,
.
"আমি একাই সব আঙ্গুর খেয়ে
ফেলেছি কারন আঙ্গুরগুলো টক ছিলো।
যদি আমি তোমাদের কে আঙ্গুর
খেতে সাধতাম,
তোমাদের মুখভঙ্গি দেখেই
হয়তো লোকটি বুঝে ফেলতো
এবং কষ্ট পেতো।
তাই আমি চিন্তা করে দেখলাম,
যদি আঙ্গুরগুলো আমি একাই আনন্দের
সাথে খেয়ে ফেলি লোকটি খুশি হবে
এবং এটাই সবদিক দিয়ে ভাল"।
.
রাসুলুল্লাহ (সঃ) এর পুরো
জীবনটাই এমন অসংখ্য
উদাহরণ দিয়ে পরিপূর্ণ।
আমরা জন্মসূত্রে যারা মুসলিম,
সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে
পারলে পৃথিবীর অনেক
কিছুই পাল্টে যেতো।
আল্লাহ আমাদের সবাইকে
রাসুল (সঃ) এর রেখে যাওয়া
শিক্ষাগুলোকে আমাদের
জীবনে কাজে লাগানোর
তৌফিক দিন

Navigation

[0] Message Index

Go to full version