আসুসের চার গিগাবাইট র‍্যামের স্মার্টফোন

Author Topic: আসুসের চার গিগাবাইট র‍্যামের স্মার্টফোন  (Read 778 times)

Offline Md. Rasel Hossen

  • Sr. Member
  • ****
  • Posts: 299
  • Test
    • View Profile
বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আসুস এনেছে জেনফোন ২ ডিলাক্স। চার গিগাবাইট র‍্যামের ফোনটি গত বছর থেকেই প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছিল। আসুসের দাবি, চার গিগাবাইট র‍্যাম থাকায় জেনফোন ২ ডিলাক্স ফোনটি দারুণ পারফরম্যান্স দেখাতে পারে।
আসুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ১০৮০ বাই ১৯২০ পিক্সেল রেজুলেশনের ফোনটিতে রয়েছে ৪০১ পিক্সেল ডেনসিটি। উজ্জ্বল ডিসপ্লের সঙ্গে রয়েছে ভালো মানের ভিউ অ্যাঙ্গেল। বড় ডিসপ্লে হওয়ার মুভি দেখা ও গেম খেলা উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। এর ইন্টারনাল মেমোরি ১২৮ গিগাবাইট। ইনটেল অ্যাটম জে৩৫৮০ চিপসেটের কোয়াড কোর ২.৩ গিগাহার্টজ প্রসেসর রয়েছে এতে। ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। স্মার্টফোনটির আকর্ষণ হচ্ছে ডিজাইনে।
আসুসের কর্তৃপক্ষের ভাষ্য, বিশেষ নকশার পেছনের কভারের কারণে সহজে হাতে ধরা যায়। ফোনটি চালু কিংবা বন্ধের জন্য পাওয়ার বাটনটি পাওয়া যাবে ওপরের দিকে। ভলিউম বাটনও রয়েছে ফোনটির পেছনের দিকে। আর পেছনের অংশে রয়েছে স্পিকার। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২.০ অ্যাপারচার, অটোফাকাস, ডুয়েল এলইডি ফ্ল্যাশ, জিইও ট্যাগিং, টাচ ফোকাস এবং এইচডিআর। এতে এইচডি ভিডিও করা যাবে। এর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। বাংলাদেশের বাজারে ফোনটির দাম ২৭ হাজার ৯৫০ টাকা। ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আসুস।
Md. Rasel Hossen
Senior Lecturer in Physics
Department of Natural Sciences
Daffodil International University,
Sukrabad, Dhanmondi, Dhaka-1207, Bangladesh

Offline mosfiqur.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 297
  • Test
    • View Profile
Md. Mosfiqur Rahman
Sr.Lecturer in Mathematics
Dept. of GED