Faculty of Engineering > Textile Engineering

In our life waiting never ends.

(1/1)

Reza.:
কখন ছুটি হবে? কখন বাজবে সেই ঘন্টা? ছোটবেলার পাঠশালার ওই শাসন ভেঙ্গে আনচান করতো যে মনটা।
সেই ছোটবেলায় শুরু হয় আমাদের অপেক্ষা করা। আস্তে আস্তে বড় হই আমরা। জীবনের একটি পর্বের সার্থক শেষের সাথে সাথে শুরু হয় আরেকটা পর্বের। যদিও অপেক্ষার ধরন পাল্টায় কিন্তু সেই অপেক্ষাই তো। কখনো অর্থনৈতিক সামর্থ্য অর্জনের কখনো বা পাঠ্যক্রমের শেষের অপেক্ষা। কখনো মাস শেষে স্যালারির অপেক্ষা, কখনো দীর্ঘ ছুটির অপেক্ষা। কখনো রাত শেষে ভোরের অপেক্ষা বা কখনো দিন শেষে অবসর সময়ের অপেক্ষা।
আমাদের জীবনে অপেক্ষার কোন শেষ নাই।

Sharminte:

--- Quote from: Reza. on April 09, 2017, 11:14:38 PM ---কখন ছুটি হবে? কখন বাজবে সেই ঘন্টা? ছোটবেলার পাঠশালার ওই শাসন ভেঙ্গে আনচান করতো যে মনটা।
সেই ছোটবেলায় শুরু হয় আমাদের অপেক্ষা করা। আস্তে আস্তে বড় হই আমরা। জীবনের একটি পর্বের সার্থক শেষের সাথে সাথে শুরু হয় আরেকটা পর্বের। যদিও অপেক্ষার ধরন পাল্টায় কিন্তু সেই অপেক্ষাই তো। কখনো অর্থনৈতিক সামর্থ্য অর্জনের কখনো বা পাঠ্যক্রমের শেষের অপেক্ষা। কখনো মাস শেষে স্যালারির অপেক্ষা, কখনো দীর্ঘ ছুটির অপেক্ষা। কখনো রাত শেষে ভোরের অপেক্ষা বা কখনো দিন শেষে অবসর সময়ের অপেক্ষা।
আমাদের জীবনে অপেক্ষার কোন শেষ নাই।

--- End quote ---

Sarjana Ahter:
so sad

Reza.:
Thank you for your comments.

Navigation

[0] Message Index

Go to full version