Faculty of Humanities and Social Science > Humanities & Social Science
পদ্মা সেতু এলাকা পরিদর্শন করলেন সৌদি প্রতিনিধি দল
(1/1)
Md. Alamgir Hossan:
সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে জাহাজে চরে পরিদর্শন করলেন পদ্মা সেতু এলাকা।
আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বি আই ডব্লিউ টি সির জাহাজ মধুমতিতে চরে এ ভ্রমন করে। কর্মসুচিতে আরো অংশ গ্রহন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্ম মন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিন ঘন্টায় ব্যাপী ভ্রমনের এই সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশ্য মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করেন ইসলামী ফাউন্ডেশন। এ সময় দেশ সেরা শিল্পীরা হামদ, নাত পরির্বেশন করেন।
সেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে তার অনুভূতি ব্যক্ত কালে বলেন, বিদেশী সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর মতো এতো বড় একটা প্রকল্প হাতে নিয়েছেন এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
azizur.bba:
thanks and Keep sharing
tasnim.eee:
Excellent writing.
parvez.te:
Informative...
zahid.eng:
Thank you.
Navigation
[0] Message Index
Go to full version