Fair and Events > Students' Activities
আসছে বৈশাখ পার্বণে- ১৪২৪
(1/1)
Fahmi Hasan:
বাংলা নববর্ষ- ১৪২৪ কে বরণ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাবসমূহ বৃহৎ পরিসরে আয়োজন করতে যাচ্ছে দুদিন ব্যাপী উৎসবঃ বৈশাখ পার্বণে- ১৪২৪। এতে রয়েছে আলপনা উৎসব (ধানমণ্ডি ২৭- ৩২ নং রোড সিগন্যাল পর্যন্ত ১৩ এপ্রিল রাত ১০:৩০ থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত) গানে গানে নববর্ষ বরণ, মঙ্গল শোভাযাত্রা, মেহেদি উৎসব, পুঁথিপাঠ, কনসার্টসহ আরো অনেক কিছু।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/436854399987655/
Navigation
[0] Message Index
Go to full version